মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উদযাপিত - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Monday, January 25, 2021

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উদযাপিত

 


অতিমারি করোনা পরিস্থিতিতে এ বছর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী সীমিত পরিসরে উদযাপিত হয়েছে । দিবসটি ঘিরে একদিনের আলোচনা অনুষ্ঠান ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি বিদ্যালয় প্রাঙ্গনে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

অতিথি হিসেবে বলেন, বাঙালি রেনেসাঁর শ্রেষ্ঠ কবি মহাকবি মাইকেল মুধুুসূদন দত্ত। তারই ফলে বাঙালি সংস্কৃতিতে স্বদেশ প্রেম ও জাতীয়তাবোধের বিকাশ ঘটেছে। তিনি বিশ্ব সাহিত্যে বাংলা ভাষার যোগাযোগ ঘটিয়েছেন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন, মধু গবেষক কবি খসরু পারভেজ, প্রভাষক কানাইলাল ভট্টাচার্য প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাসুদুর রহমান ও উজ্জ্বল ব্যানার্জী।

আলোচনা শেষে স্বাস্থ্যবিধি মেনে ওই মঞ্চে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

আলোচনা সভার পূর্বে মধুপল্লীতে মাইকেল মধুসূধন দত্তের আবক্ষে শ্রদ্ধাজ্ঞলি জ্ঞাপন করেন জেলা প্রশাসকসহ উপজেলা প্রশাসন, কেশবপুর প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, চারুপীট আর্ট স্কৃলসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, মহাকবি মাইকেল মধুসূদনের জন্মদিবস উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে প্রতিবছর সপ্তাহব্যাপী মধুমেলায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad