যশোরে গাঁজাসহ দুই নারী গ্রেফতার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, January 13, 2021

যশোরে গাঁজাসহ দুই নারী গ্রেফতার

 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা সোমবার যশোর সদর উপজেলার নতুনহাট-তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় দুই নারী গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফাতরকৃতরা হচ্ছে, সদর উপজেলার নতুনহাট-তেঘরিয়া এলাকার কামাল মল্লিকের স্ত্রী ও হোসেন আলীর মেয়ে জাহানারা বেগম ও একই এলাকার শুকুর আলীর স্ত্রী ও মৃত এলাহী গাজীর মেয়ে কহিনুর বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সোমবার বিকেলে সদর উপজেলার নতুনহাট-তেঘরিয়া এলাকার কহিনুর বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় কহিনুর বেগমকে গ্রেফতার করে। পরে তার দেখানো মতে সাড়ে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে, উপ-পরিদর্শক জেসমিন আরা জানান, বিকেল ৩ টায় ওই গ্রামের জনৈক জামাল এর বসত ঘরের উত্তর পাশে যশোর বেনাপোল রেললাইনের দক্ষিণ পাশ থেকে মোছা. জাহানারা বেগমকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করে।

মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় আলাদা দুটি মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad