যশোরের ল্যাবস্ক্যান ও দেশ ক্লিনিক সহ সাত প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, December 23, 2020

যশোরের ল্যাবস্ক্যান ও দেশ ক্লিনিক সহ সাত প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 


যশোরের ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসেস ও দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসেসকে পাঁচ ও দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

একইদিন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সোহাগ হোসেন নামে এক ব্যক্তি ম্যাস্ক না ব্যবহার করায় দুশ’ টাকা জরিমানা করা হয়।
একইদিন, বিকেলে শহরের গাড়িখানা রোডের স্টার হোটেলে নোংরা পরিবেশ থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আকতার দু’ হাজার টাকা জরিমানা আদায় করেন।
একই দিন শহরের দড়াটানা সামাদ হোটেলে নোংরা অবস্থা বিরাজ করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র এক হাজার পাঁচশ’ টাকা জরিমানা আদায় করেন।
বিকেল সাড়ে চারটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান শহরতলির নিউমার্কেট এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং করার দায়ে এক হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সময় স্বপ্নস্বাদ হোটেলে নোংরা পরিবেশ থাকায় দু’ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ রনি, ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দীনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad