যশোর শহরতলির কৃষ্ণবাটি গ্রাম থেকে চাঁচড়া ফাঁড়ি পুলিশ অস্ত্র, গুলি, দা, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। শুক্রবার গভীর রাতে কৃষ্ণবাটি গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানিয়েছেন, কৃষ্ণবাটি গ্রামের মৃত সিরাজুল ইসলামের বাড়ির পাশ থেকে একটি ওয়ানস্যুটারগান, এক রাউন্ড গুলি, চারটি বোমা, সাতটি বড় সাইজের দা, আধা কেজি পরিমাণ জালেরকাটি, জর্দার পাঁচটি খালি কৌটা জব্দ করা হয়।
তিনি জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে ওই অস্ত্র বোমা রাখা হয়েছিল। পুলিশি উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
No comments:
Post a Comment