র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের ইয়াবা গাঁজা উদ্ধার, আটক ১ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Monday, December 28, 2020

র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের ইয়াবা গাঁজা উদ্ধার, আটক ১

 


যশোরে র‌্যাব ৬ খুলনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় ২৭ ডিসেম্বর রাতে দু’টি স্থানে অভিযান চালিয়ে ২৭৮পিস ইয়াবা, নগদ টাকা ও ৩৮০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ দখলে রাখার অভিযোগে একজনকে আটক করেছে।< /span>

আটককৃত হচ্ছে, যশোর শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ইসরাফিল। এছাড়া পালিয়ে গেছে সদর উপজেলার তেঘরিয়া নতুন হাট বাজারের মৃত আমিন উদ্দিন মিয়ার ছেলে লুৎফর রহমান ওরফে লাইটু। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দু’টি মামলা হয়েছে।
র‌্যাব ৬ খুলনার পরিদর্শক রমজান আলী জানিয়েছেন, পুরাতন কসবার ইমরান হোসেনের স্টিল ফার্নিচার তৈরির দোকানের সামনে এক যুবক ইয়াবা বেচাকেনা করছে সংবাদে অভিযান চলে।  র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ২৭৮পিস ইয়াবা ও ইয়াবা বেচাকেনার নগদ ২৩ হাজার টাকাসহ আটক হয় ইসরাফিল।
অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা তেঘরিয়া নতুনহাট গ্রামের লুৎফর রহমান ওরফে লাইটুর বাড়িতে অভিযান চালায়। এ সময় লাইটু পালিয়ে যায়। লাইটুর বাড়ি থেকে ৩শ’ ৮০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad