যশোরে সদর উপজেলার গাইদগাছি গ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, December 27, 2020

যশোরে সদর উপজেলার গাইদগাছি গ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু

 


যশোরে পুত্রের লাঠির আঘাতে পিতা নিহত হয়েছেন। নিহত পিতার নাম বিল্লাল হোসেন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার গাইদগাছি গ্রামে।  

এলাকার লোকজন জানিয়েছে, গত ২৫ ডিসেম্বর রাতে ছেলে মানিক হোসেন তার পিতা বিল্লালের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত বিল্লাল হোসেনের দ্বিতীয় স্ত্রী রুমা বেগম। ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হন বিল্লাল। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় আহত বিল্লাল মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad