যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন গির্জায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় বড়দিন উদযাপন করছেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। শুক্রবার সকালে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনাসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শার্শার উলাশী ও ঝিকরগাছা উপজেলার নোয়াপাড়া গ্রামের মহাদূত মাইকেলের গির্জায় আলোচনায় অংশ নেন রেভাঃ ফাদার মারচেল এস.এক্স।
স্থানীয় খ্রিষ্ট ধর্মবলম্বীদের উলাশীতে ৫৫টি পরিবারের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ এ অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা যীশুখ্রিষ্টের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।পরে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
No comments:
Post a Comment