যশোরে ২০টি ভারতীয় মোবাইল ফোনসহ সুমন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপশহর খাজুরা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই আরিফ হোসেন বাদী হয়ে আটক সুমন মিয়াসহ অজ্ঞাতনামা আরো ২জনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। আটক সুমন মিয়া কুমিল্লা সদর উপজেলার অলিপুর কাছার গ্রামের আলী হোসেন ভুইয়ার ছেলে।
বাদী মামলায় উল্লেখ করেছেন, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সন্দেহজনকভাবে সুমন মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২০টি ভারতীয় স্মার্ট মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। মঙ্গলবার তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
No comments:
Post a Comment