বাঘারপাড়ায় পরিত্যক্ত ২১ বোমা উদ্ধার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, December 16, 2020

বাঘারপাড়ায় পরিত্যক্ত ২১ বোমা উদ্ধার

 

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া এলাকা থেকে ২১ বোমা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেতালপাড়া এলাকার সুজো মিয়ার ছেলে মোসলেম উদ্দিনের বাড়ির সামনে একটি জমিতে বাজার করা প্যাকেট দেখতে পান স্থানীয়রা। প্যাকেটের ভেতর কাঠের গুঁড়া ও তার ভেতর বোমা-সদৃশ বস্তু ছিল। গ্রামবাসি, বিষয়টি  পুলিশকে জানান । খবর পেয়ে পুলিশ ওই প্যাকেটটি উদ্ধার করে। এ সময় প্যাকেটের ভেতরে থাকা লাল-কালো টেপ দিয়ে মোড়ানো ২১টি বোমা উদ্ধার করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাসেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

No comments:

Post a Comment

Post Bottom Ad