যশোর সাহিত্য পরিষদ কার্যালয় রক্ষার দাবি ২৯ সাংস্কৃতিক সংগঠনের - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, December 17, 2020

যশোর সাহিত্য পরিষদ কার্যালয় রক্ষার দাবি ২৯ সাংস্কৃতিক সংগঠনের

 


জেলা পরিষদের প্রাচীর অপসারণের কারণে যশোর সাহিত্য পরিষদের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ২৯টি সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা। সংগঠনটি বর্তমানে উদ্বাস্তু হয়ে পড়েছে বলে দাবি করেছেন তারা। এ অবস্থায় সাহিত্য পরিষদের কার্যালয় রক্ষার দাবি জানিয়েছেন তারা। এসব সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপিতে এ দাবি জানিয়েছেন।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সময় না দিয়ে এবং বিকল্প কোনো ব্যবস্থা না করে যশোর সাহিত্য পরিষদকে রাস্তায় এনে দাঁড় করানো হয়েছে। কর্মকর্তারা বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান অনেক লেখকের ভিত্তিভূমি যশোর সাহিত্য পরিষদ। যা যশোরকে এক অনন্য উচ্চতার আসন দিয়েছে। এসব বিষয় আমলে নিয়ে সাহিত্য পরিষদের কার্যালয় রক্ষার দাবি জানিয়েছেন যশোরের সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

Post Bottom Ad