যশোর সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন আজ। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট নিয়ে এক প্রকার উৎসবের সৃষ্টি হয়েছে। প্রার্থীরা ভোটারদের কাছে নানা ধরনের যুক্তি তুলে ধরে তাদের পক্ষে ভোট প্রার্থনা করছেন। গেছেন প্রতিটি পত্রিকা দপ্তরে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাকিরুল কবির রিটন। যুগ্ম সম্পাদক পদে তবিবর রহমান ও ইমরান হাসান টুটুল, কোষাধ্যক্ষ পদে স্বপ্না দেবনাথ ও মিরাজুল কবীর টিটো এবং সদস্যপদে রিপন হোসেন, ডিএইচ ডিলসান ও বিল্লাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে সহসভাপতি পদে প্রদীপ ঘোষ ও সাধারণ সম্পাদক পদে এইচআর তুহিন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটিতে রয়েছেন সিনিয়র সাংবাদিক রুকুনউদ্দৌলাহ, শাহাদাত হোসেন কাবিল ও মনিরুল ইসলাম।
No comments:
Post a Comment