টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে অপরিবর্তিত সাকিব - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, December 23, 2020

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে অপরিবর্তিত সাকিব

 


আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুই নম্বরেই থাকলেন সাকিব আল হাসান। এই তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। 

নিষেধাজ্ঞা শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরেছিলেন সাকিব। ব্যাটে-বলে খুব একটা উজ্জ্বল ছিলেন না দেশসেরা এ অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন তিনি। তবে, আইসিসি র‍্যাংকিংয়ে এখনও ওপরের সারিতেই আছেন সাকিব। টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে অপরিবর্তিত অবস্থানে আছেন তিনি। সাকিবের রেটিং পয়েন্ট ২৬৮। আর ২৯৪ রেটিং নিয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। 

এদিকে ৭৩৬ রেটিং নিয়ে বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষে আরেক আফগান রশিদ খান। আর ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা ইংলিশ ক্রিকেটার দাওয়িদ মালানের রেটিং ৯১৫। 

No comments:

Post a Comment

Post Bottom Ad