যশোর শহরের পুরাতন কসবা এলাকার ব্যবসায়ী তানভীর আহম্মেদের নামে আদালতে মামলা হয়েছে। তিনি গাজীরঘাট এলাকার মীর জহুরুল হকের ছেলে। পুলিশলাইন কদমতলা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে বাবলুর রহমান বাবু বাদী হয়ে গত ২৪ ডিসেম্বর এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম বিষয়টি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেন।
মামলায় বাদী উল্লেখ করেছেন, তানভীর তার বন্ধুর ছেলে। সেই সুবাদে তাদের সাথে ভালো সম্পর্ক। প্রয়োজনের কথা বলে তানভীর তার কাছ থেকে এক মাসের কথা বলে তিন লাখ ছয় হাজার টাকা ধার নেন। পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাইলে এনসিসি ব্যাংক যশোর শাখার নিজ নামীয় দু’টি চেক প্রদান করেন। যা গত ৫ অক্টোবর ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়। এরপর বাবু গত ২২ অক্টোবর লিগ্যাল নোটিশ দেন। তানভীরের পক্ষে তার পিতা জহুরুল হক তা গ্রহণ করেন। কিন্তু পাওনা টাকা ফেরত দেননি। শেষমেষ বাদী আদালতে এ মামলা করেন।
No comments:
Post a Comment