যশোরে নীলগঞ্জ তাঁতীপাড়ায় র‌্যাবের হাতে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, December 15, 2020

যশোরে নীলগঞ্জ তাঁতীপাড়ায় র‌্যাবের হাতে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

 


র‌্যাব-৬ যশোরের সদস্যরা অভিযান চালিয়ে নীলগঞ্জ তাঁতীপাড়া থেকে ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে নড়াইলের লোহাগাড়া উপজেলার মহিষাপাড়া গ্রামের বর্তমানে বেনাপোল ভবেরবেড় গ্রামের বিল্লালের বাড়ির ভাড়াটিয়া মৃত সালাম শিকদারের ছেলে রিপন শিকদার (৪০) ও তার স্ত্রী মনিকা বেগম (৩২)।

র‌্যাবের ডিএডি জিয়াউল হক জানান, সোমবার (১৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া সর্বজনীন পূজা মন্দিরের সামনে কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। এ সময় রিপনের ডান হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ১০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন মাদকের ব্যবসা করে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad