কেশবপুরে ৮০ মোটরসাইকেল থানা হেফাজতে, চালকের বিরুদ্ধে মামলা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Monday, December 14, 2020

কেশবপুরে ৮০ মোটরসাইকেল থানা হেফাজতে, চালকের বিরুদ্ধে মামলা

 

মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় যশোরের কেশবপুরে ৮০ চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার  কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড় ও হাসপাতাল মোড়ে যশোর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর নুরুজ্জামান চেকপোস্ট বসিয়ে ঐসব মোটরসাইকেল আটক ও মামলা করেন ।

জানাগেছে, সড়কে মোটরসাইকেল নিয়ে চলাচলকারী চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়  ৮০ মোটরসাইকেল আটক করে চালকদের বিরুদ্ধে মামলা দেয়া হয়। আটককৃত মোটরসাইকেল থানা হেফাজতে নেয়া হয়েছে।

এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর নুরুজ্জামান বলেন, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেশবপুর শহরে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় ৮০ মোটরসাইকেল আটকসহ চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। জনসাধারণকে ট্রাফিক আইন মানতে ও এ ব্যাপারে সচেতন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকেব। 

No comments:

Post a Comment

Post Bottom Ad