মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় যশোরের কেশবপুরে ৮০ চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড় ও হাসপাতাল মোড়ে যশোর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর নুরুজ্জামান চেকপোস্ট বসিয়ে ঐসব মোটরসাইকেল আটক ও মামলা করেন ।
জানাগেছে, সড়কে মোটরসাইকেল নিয়ে চলাচলকারী চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৮০ মোটরসাইকেল আটক করে চালকদের বিরুদ্ধে মামলা দেয়া হয়। আটককৃত মোটরসাইকেল থানা হেফাজতে নেয়া হয়েছে।
এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর নুরুজ্জামান বলেন, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেশবপুর শহরে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় ৮০ মোটরসাইকেল আটকসহ চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। জনসাধারণকে ট্রাফিক আইন মানতে ও এ ব্যাপারে সচেতন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকেব।
No comments:
Post a Comment