আ’লীগের নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মিলি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, December 13, 2020

আ’লীগের নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মিলি

  


যশোর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলি যশোর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শনিবার বিকালে যশোর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা একে এম খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগনেতা রেজাউল ইসলাম, জিয়াউর হাসান হ্যাপী, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাশিমপুর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস, উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, পৌর কাউন্সিলর শেখ রোকেয়া পারভীন ডলি, পৌর কাউন্সিলর মুস্তাফিজুর রহমান মুস্তা, নাসিমা আক্তার জলি, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজনীন নাহার, শহর আওয়ামী লীগের সাবেক সদস্য খলিলুর রহমান, শাহিদুজ্জামান সেলিম, তৌহিদুজ্জামান রাসেল, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী খান, সাধারণ সম্পাদক এস এম ইউসুফ শাহিদ, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম বাবলু, সাধারণ সম্পাদক কবিরুল আলম, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বড়–য়া, সাধারণ সম্পাদক নুর ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান নান্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মুকুল, ৯ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি নুর ইসলাম খান রবি, সাধারণ সম্পাদক আজিজুর আলম মিন্টু, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসু, চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনতাজ আলী, সাধারণ সম্পাদক রমজান আলী, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগনেতা শফিকুল ইসলাম জুয়েল, সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক শেখ সাদিয়া মৌরিন, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুমেল হোসেন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

Post Bottom Ad