ভারতে পাচারের সময় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি থেকে ২৪টি স্বর্ণেরবারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। আজ বিকাল ৪ টার দিকে যশোর-বেনাপোল রুটে চলাচলকারি একটি যাত্রীবাহি বাস থেকে স্বর্ণেরবারসহ তাকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম বাকি বিল্লাহ। তিনি শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের আব্দুল ওহাবের ছেলে। উদ্ধার স্বর্ণের ওজন ২ কেজি এবং মুল্য প্রায় এক কোটি চল্লিশ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোরস্থ ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানান, আজ বিকাল পৌনে ৪ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় আমড়াখালি বিজিবি চেকপোস্টে একটি যাত্রীবাহি বসে তল্লাশির সময় এক যাত্রীর শরীরে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। এ সময় তাকে বাস থেকে নামিয়ে শরীর তল্লাশি করলে কোমরে বিশেষভাবে বাধা অবস্থায় বিভিন্ন সাইজের ২৪টি স্বর্ণেরবার পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম বাকি বিল্লাহ। তার বাড়ি শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে। উদ্ধার স্বর্ণেও ওজন ২ কেজি এবং মুল্য এক কোটি উনচল্লিশ লাখ ৮০ হাজার টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
No comments:
Post a Comment