গণসংযোগ ও নির্বাচনী পথসভায় ব্যস্ত কলস প্রতীকের প্রার্থী মিলি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, December 2, 2020

গণসংযোগ ও নির্বাচনী পথসভায় ব্যস্ত কলস প্রতীকের প্রার্থী মিলি


 যশোর সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে কলস প্রতীকের প্রার্থী জ্যোৎস্না আরা মিলি ও হাঁস প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সেতারা খাতুনের গণসংযোগ অব্যাহত রয়েছে। সোমবার দিনব্যাপী দুই প্রার্থীই সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন। এসময় তারা ভোটারদের সাথে কুশল বিনিময় এবং ভোট প্রার্থনা করেন। তারা নির্বাচনে বিজয়ী হলে সাধারণ মানুষের পাশে থাকার এবং উপজেলা পরিষদের সকল সেবা জনগণের মাঝে পৌছে দেয়ার প্রতিশ্রুতি দেন।

কলস প্রতীকের প্রার্থী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি সোমবার নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে প্রচার-প্রচারণা চালিয়েছেন। এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগেও পৃথক পৃথক কর্মী সমাবেশ হয়েছে। এদিন সকালে চাঁচড়া ইউনিয়ন পরিষদে কলস প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে ওয়ার্ড থেকে শহর পর্যন্ত বিভিন্ন উন্নয়ন হয়েছে। নির্বাচিত হলে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সদর উপজেলা পরিষদে সেবার মান উন্নয়ন ও মডেলে পরিণত করতে কাজ করবো। উপজেলার সকল পেশার মানুষ আগামী ১০ ডিসেম্বর কলস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় বক্তব্য রাখেন, কলস প্রতীকের প্রার্থী জ্যোৎস্না আরা মিলি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া নেতৃবৃন্দকে সাথে নিয়ে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে ও ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মী সমাবেশ করেন। এসময় কলস প্রতীকের লিফলেট বিতরণ, প্রচার প্রচারণা ও গণসংযোগকালে আগামী ১০ ডিসেম্বর কলস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান জ্যোৎস্নাআরা মিলি।
এছাড়া একই দিনে যশোর শহরের বিভিন্ন ওয়ার্ডে কলস প্রতীকের প্রার্থী জ্যোৎস্না আরা মিলির পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেন যশোর জেলা মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সদর উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। এসময় তারা যশোর শহরের পালবাড়ি, খয়েরতলা, কাজীপাড়া, ঘোপসহ শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় তারা সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী ১০ ডিসেম্বর ভোটের মাঠে গিয়ে কলস প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজেদা পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগনেতা বানু খাতুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহেনা পারভীন, সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার, শিউলি মির্জা, সদস্য রুবিনা আক্তার, সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক শেখ সাদিয়া মৌরিন, ৬ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের পপি খাতুন, ছাত্রলীগ নেতা আনিশা রহমানসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এদিকে, একই দিন বিকালে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচার-প্রচারণা চালিয়েছেন হাঁস প্রতীকের প্রার্থী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন। এসময় ভোটারদের কাছে তিনি হাঁস প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad