বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের স্ত্রী ভিক্টোরিয়া পারভীন সাথী। তিনি বাঘারপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।
আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সাথীকে দলীয় প্রার্থী মনোননীত করে। আসন্ন উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন । আগামী মাসের ১০ তারিখে (১০ ডিসেম্বর ) অনুষ্ঠিত হবে বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচন ।
বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল গত ৭ সেপ্টেম্বর সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত হন। ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়ায় ট্রাক ও জিপের মুখোমুখি সংঘর্ষে ৩ সংগীসহ প্রাণ হারান কাজল । জামদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজল গত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হন ।
এদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় সবার দোয়া চেয়েছেন ভিক্টোরিয়া পারভীন সাথী। দলীয় মনোনয়ন দেয়ায় তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি নির্বাচিত হতে পারলে স্বামীর আদর্শকে লালন করে উপজেলাবাসীর সুখ-দুঃখের অংশীদার হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ।
No comments:
Post a Comment