যশোরে ছেলেকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদে ছুরিকাঘাতে পিতা খুন : ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে বিরোধ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, November 3, 2020

যশোরে ছেলেকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদে ছুরিকাঘাতে পিতা খুন : ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে বিরোধ

 


ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে যশোরে  দুর্বৃত্তদে  ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তি।  ছেলে বিপ্লব আক্রান্ত হয়েছেন শুনে তিনি তাকে বাঁচানোর জন্য গিয়েছিলেন । আজ মঙ্গলবার শহরের পুরাতন কসবা এলাকায় এই ঘটনা ঘটে। আহত বিপ্লব বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মাস আগে আব্দুল কুদ্দুসের ছেলে বিপ্লব ইয়াবাসহ র‌্যাবের হাতে  আটক হয় । গত ২৯ অক্টোবর সে জামিনে ছাড়া পায়। তার ধারণা, সম্রাট ও সেলিম নামে দুইজন তাকে র‍্যাবের হাতে ধরিয়ে দেয়। এজন্য মঙ্গলবার বিকালে সম্রাটের ওপর হামলা করা হয়। এসময় সম্রাট ও পাইপ শফি নামে অপর একজন  বিপ্লবকে ছুরিকঘাত করে।


ছেলে আক্রান্ত হওয়ার খবর শুনে তাকে ঠেকাতে ছুতে আসেন তাঁর বাবা কুদ্দুস। এ সময় তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ঘটনার পর তাদের সজন ও স্থানীয়রা আব্দুল কুদ্দুস ও বিপ্লবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে আব্দুল কুদ্দুসকে পরীক্ষা নিরীক্ষার জন্য  নিয়ে যাওয়া হয় কুইন্সে হাসপাতালে। সেখানেই তিনি মারা যান। 

No comments:

Post a Comment

Post Bottom Ad