ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে যশোরে দুর্বৃত্তদে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তি। ছেলে বিপ্লব আক্রান্ত হয়েছেন শুনে তিনি তাকে বাঁচানোর জন্য গিয়েছিলেন । আজ মঙ্গলবার শহরের পুরাতন কসবা এলাকায় এই ঘটনা ঘটে। আহত বিপ্লব বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মাস আগে আব্দুল কুদ্দুসের ছেলে বিপ্লব ইয়াবাসহ র্যাবের হাতে আটক হয় । গত ২৯ অক্টোবর সে জামিনে ছাড়া পায়। তার ধারণা, সম্রাট ও সেলিম নামে দুইজন তাকে র্যাবের হাতে ধরিয়ে দেয়। এজন্য মঙ্গলবার বিকালে সম্রাটের ওপর হামলা করা হয়। এসময় সম্রাট ও পাইপ শফি নামে অপর একজন বিপ্লবকে ছুরিকঘাত করে।
ছেলে আক্রান্ত হওয়ার খবর শুনে তাকে ঠেকাতে ছুতে আসেন তাঁর বাবা কুদ্দুস। এ সময় তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ঘটনার পর তাদের সজন ও স্থানীয়রা আব্দুল কুদ্দুস ও বিপ্লবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে আব্দুল কুদ্দুসকে পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় কুইন্সে হাসপাতালে। সেখানেই তিনি মারা যান।
No comments:
Post a Comment