যশোর শহরের খড়কি দক্ষিণপাড়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় ইমরান হোসেন (২৪) নামে এক যুবলীগ কর্মীকে মারপিট ও ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই এলাকার হোসেন আলীর ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের বড় ভাই নাজিম হোসেন বাহাদুর জানান, খড়কি দক্ষিণপাড়ায় রিপন ওরফে বোমা রিপন, ইলাহী, ধলা ও জনি মাদক ব্যবসা করে। প্রতিদিন মাদক কারবারিরা তার বাড়ির সামনে থেকে সরবরাহ করে মাদকের চালান। বুধবার বিকেলে মাদক মাদক সেবন করে তার বাড়ির সামনে হট্টগোল করছিল। তখন তিনি তাদের নিষেধ করলে তারা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
No comments:
Post a Comment