কেশবপুরে মোবাইল চোর চক্রের তিন সদস্য আটক, ৪ মোবাইল ফোন উদ্ধার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, November 29, 2020

কেশবপুরে মোবাইল চোর চক্রের তিন সদস্য আটক, ৪ মোবাইল ফোন উদ্ধার

 


যশোরের কেশবপুর থানা পুলিশ শনিবার রাতে মোবাইল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্রান্ডের ৪টি মোবাইল ফোন। আটক আসামীদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার মূলগ্রামের আব্দুল আজিজ হালদারের ছেলে আল মামুনের একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় তিনি শনিবার থানায় একটি মামলা করেন। পরে ওই দিন রাতেই আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের হোতা সাতবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আকতার হোসেনকে (২৮) গ্রেফতার করে । ঐ সময় তার কাছ থেকে একটি চোরাই স্যামসাং মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে,  সে উপজেলার বিভিন্ন এলাকার বাসা-বাড়ি থেকে দীর্ঘদিন ধরে মোবাইল চুরি করে আসছিলো। পর্রে তার স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে পুলিশ চাঁদড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে মহিদুল হককে (৪২) আটক করে।  তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি রেডমি ৬এ মোবাইল ফোন । পরবর্তিতে সাতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল করিমের ছেলে মুজিবর রহমানকে (৪০) গ্রেফতার করে পুলিশ।  তার কাছ থেকেও স্যামসাং J2 এবং MI 41 নামে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad