আগামী ১০ ডিসেম্বর যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন। এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি। রোববার মনোনয়নপত্র জমা দেন।জানা যায়, আগামী ১৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে ২৩ নভেম্বর পর্যন্ত। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ২৪ নভেম্বর। আর ভোটগ্রহণ করা হবে ১০ ডিসেম্বর।
গত ২০ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। সেই নির্বাচনে অংশ নিতে ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন নুরজাহান ইসলাম নীরা।
No comments:
Post a Comment