কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি তক্ষক সাপসহ পাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে। আজ রোববার বিকেলে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান ও উপ-পরিদর্শক মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মৃত আমীর আলী বিশ্বাসেরে ছেলে খোরশেদ আলমের বািড়তে অভিযান চালিয়ে তক্ষক সাপ উদ্ধারসহ খোরশেদ আলমকে আটক করে। এ সময় আটক অপর দুই জন হলো উপজেলার বাগডাঙ্গা গ্রামের বিকাশ নন্দের ছেলে বিশ্বজিৎ নন্দন ও রঘুরামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে মোটরসাইকেল চালক হায়দার আলী।
কেশবপুর থানার অফিমার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন জানান, দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাচারকারী চক্রের সদস্যরা তক্ষক সাপের ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।
No comments:
Post a Comment