অভিযোগে জানাগেছে, শনিবার রাতে হাজিরবাগ গ্রামের দুই সন্তানের এক জনক (৩০) একই গ্রামের এক বেক্তির স্ত্রী ও দুই সন্তানের জননী (৩২) কে নিয়ে পালিয়ে গেছে। তবে গৃহবধূর স্বামী অভিযোগ করেছেন, তার স্ত্রীকে ওই যুবক ফুসলিয়ে নিয়ে গেছে ভারতে পাচারের জন্য। যাওয়ার সময় বাড়ি থেকে নিয়েগেছে নগদ ২ লক্ষ টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার।
যে যুবক ঐ নারীকে নিয়েগেছে তিনি ঐ যুবকের চেয়ে বয়সে বড় এবং সম্পর্কে চাচী হয়। ফলে চাচাীকে নিয়ে পালানোর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে মানুষের মাঝে হাস্যরসের সৃষ্টি এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিভিন্ন আড্ডায় আজ দিনভর এ ঘটনা আলোচিত হয়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ঐ যুবক একজন মাদকসেবী। এর আগেও তার কারণে একটি সংসার নষ্ট হয়েছে। সে আবার একটি সংসার নষ্ট করলো। আর এবার সে চাচীকে নিয়ে পালানোর মত ন্যাংকারজনক ঘটনা ঘটলো ! এদিকে গৃহবধূর স্বামী এ ব্যাপারে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ।
No comments:
Post a Comment