শুক্রবার এসএসসি (ব্যাচ) ১৯৮৮ বিডি বন্ধুদের উদ্যোগে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে ১৬ জেলার তিন শতাধিক বন্ধু অংশ নেন। এতে ১৯৮৮ বিডি (ফেসবুক) গ্রুপের ইতিহাস, প্রবাসী বন্ধুদের সাথে ভিডিও কনফারেন্স, স্মৃতিচারণ ও র্যালির আয়োজন করা হয়। শুরুতে কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে মূল আয়োজনের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাফিউল কাদের রাফি। শুভেচ্ছা জ্ঞাপন করেন ফারজানা রহমান এ্যানি।
বক্তৃতা করেন আরশাদ খান, শরীফ বাবু, মোহাম্মদ শাহজালাল। ১৯৮৮ বিডি গ্রুপের ইতিহাস তুলে ধরেন তারিক জামান পলাশ ও রুহুল কুদ্দুস রুবেল। সঞ্চালনায় ছিলেন স্বপন খান, মহসিন কাজল, সি পার্ল এবং সুমনা। সমাপনী পর্বে বক্তৃতা করেন পারভেজ মাহমুদ হীরা। র্যাফেল ড্র পরিচালনা করেন সঞ্জয় ও জাকারিয়া রিপা। তবে অধিকাংশই পরিবারের অন্যান্য সদস্য নিয়ে হাজির হন অনুষ্ঠানে।
সংগীতানুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু।
No comments:
Post a Comment