রিকশাচালককে ছুরিকাঘাত করে ৮শ টাকা ছিনতাই - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, November 26, 2020

রিকশাচালককে ছুরিকাঘাত করে ৮শ টাকা ছিনতাই

 


যশোর শহরতলীর চুড়ামনকাটি এয়ালাকায় হামিদুল ইসলাম (৪৪) নামে এক রিকশাচালককে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। এরপর তার কাছে থাকা ৮শ টাকা ছিনিয়ে নিয়েছে তারা। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। হামিদুল চুড়ামনকাটির আবুল হোসেনের ছেলে।

ছুরিকাহত রিকশাচালক জানান, শহরের কাঠেরপুলের সামনে থেকে মুন্না (২০) রিয়াজ ( ১৯) ও অজ্ঞাত (২২)  আরেকজন তার রিক্সায় উঠে চুড়োমোনকাটি যেতে চায়। ৩ জনেরই বাড়ি ঐ এলাকায়। তিনি তাদের নিয়ে কিসমত নোয়াপাড়া এলাকায় পৌঁছুলে ঐ ৩ জন তাকে ছুরিকাঘাত করে কাছে থাকা ৮শ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad