যশোর শহরতলীর চুড়ামনকাটি এয়ালাকায় হামিদুল ইসলাম (৪৪) নামে এক রিকশাচালককে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। এরপর তার কাছে থাকা ৮শ টাকা ছিনিয়ে নিয়েছে তারা। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। হামিদুল চুড়ামনকাটির আবুল হোসেনের ছেলে।
ছুরিকাহত রিকশাচালক জানান, শহরের কাঠেরপুলের সামনে থেকে মুন্না (২০) রিয়াজ ( ১৯) ও অজ্ঞাত (২২) আরেকজন তার রিক্সায় উঠে চুড়োমোনকাটি যেতে চায়। ৩ জনেরই বাড়ি ঐ এলাকায়। তিনি তাদের নিয়ে কিসমত নোয়াপাড়া এলাকায় পৌঁছুলে ঐ ৩ জন তাকে ছুরিকাঘাত করে কাছে থাকা ৮শ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
No comments:
Post a Comment