যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে মুড়লি মোড় পর্যন্ত সড়কের পাশে প্রায় তিন কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা পুণরায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে বকচর এলাকা থেকে এ অভিযান শুরু করা হয়। অভিযানে দুই শতাধিক দোকান, বসতবাড়ি ও বিভিন্ন যানবাহনের গ্যারেজ ভাঙা পড়বে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে।সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের স্টেট অফিসার সিনিয়র সহকারী সচিব অনিন্দিতা রায় বলেন, যশোরের পালবাড়ির মোড় থেকে মুড়লি মোড় পর্যন্ত বিদ্যমান আঞ্চলিক মহাসড়কটি ফোর লেনে উন্নীতকরণের জন্য ফেব্রুয়ারি মাসে একবার অভিযান চালানো হয়েছিল। বাকি অংশের অভিযান আজ থেকে শুরু হচ্ছে। এ অভিযানে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
অভিযান চলাকালে সড়ক বিভাগের কর্মকর্তারা ছাড়াও পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রথম দফায় শুরু হয়েছিল উচ্ছেদ অভিযান
যশোর কারবালা রোডের পুকুর পাড়ে অনেক অবৈধ দোকান গড়ে উঠেছে, যার জন্য রাস্তা দিয়ে চলাচলে অনেক সমস্যা দেখা দিচ্ছে। সুতরায় এটির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হোক।
ReplyDelete