যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বুধবার বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২০-২১ অর্থ বছরে পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক ১২’শ কৃষকের মাঝে এ প্রণোদনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার এ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা প্রমুখ।
No comments:
Post a Comment