আজ থেকে মার্কেট-সুপারশপ-শপিংমলে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, November 1, 2020

আজ থেকে মার্কেট-সুপারশপ-শপিংমলে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না

 


মার্কেট, সুপারশপ ও শপিংমলে আজ রোববার থেকে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

আজ সকালে রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এ ঘোষণা দেন। তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।

দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল হক ভূঁইয়া বলেন, ‘শপিং মল ও মার্কেটের সামনে আমরা প্ল্যাকার্ড ও ব্যানার টাঙিয়ে দেবো। যেখানে লেখা থাকবে, “কোনো ক্রেতা মাস্ক ছাড়া এলে সেবা পাবেন না”।’

এর আগে, করোনার সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবিলায় গত ২৫ অক্টোবর সরকারের পক্ষ থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মাস্ক ছাড়া কেউ এলে তাকে সেবা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, সরকারের পক্ষ থেকে সব প্রতিষ্ঠান, মার্কেট, স্কুল এবং সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তাই প্রত্যেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি কার্যকর করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়ালি মন্ত্রিসভার এ বৈঠক থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad