যশোরে ডিবি পুলিশের অভিযান: ফেনসিডিলসহ আটক দুই - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, October 29, 2020

যশোরে ডিবি পুলিশের অভিযান: ফেনসিডিলসহ আটক দুই

 


২৮ অক্টোবর রাতে চাঁচড়া মধ্য পাড়া এলাকা থেকে একটি মোটরসাইকেল বহনকারী দু’জনকে ১২ বোতল ফেনসিডিলসহ আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি।
এরা হচ্ছে, যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী গ্রামের মৃত আব্দুল মজিদ মন্ডলের ছেলে শাহিনুর রহমান ও চৌগাছা উপজেলার কালিতলা গ্রামের বর্তমানে যশোর শহরের লোহাপট্টি ভোলানাথ সাহা মার্কেটের দ্বিতীয়তলার ভাড়াটিয়া পরিতোষের ছেলে শাহরিয়ার হোসেন পলাশ। এ সময় চৌগাছা উপজেলার সিংহঝুলী গ্রামের আব্দুল জলিল মল্লিকের ছেলে সোহেল রানা রুবেল পালিয়ে গেছে। ঐ স্থান থেকে সাদা কালো একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা শাখার এসআই সোলায়মান আক্কাস জানিয়েছেন, চাঁচড়া মধ্যপাড়ার এলিভেশন এডার্চ ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকা থেকে একটি এনএস পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় শাহিনুর রহমান ও শাহরিয়ার হোসেন পলাশকে আটক করা হয়। তাদের দখল থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তাদের সহযোগী সোহেল রানা ওরফে রুবেল পালিয়ে যায়।


No comments:

Post a Comment

Post Bottom Ad