বাঘারপাড়ায় প্রয়াত জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের স্মরণে নাগরিক শোকসভায় যশোর ৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, "সাম্প্রদায়ীক সম্প্রীতি ও চেতনার দেশ বাংলাদেশ। সংঘবদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা অনেক শক্তিশালী । প্রকৃত ও ত্যাগী আওয়ামীলীগ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি-জামায়াতের ১৪ দলীয় নেতাকর্মীরা দেশে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করছে। সম্প্রতি ধর্ষণ-খুন এগুলো তাদের ষড়যন্ত্রের একটা অংশ। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জননেত্রি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। "
বৃহস্পতিবার বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শোক সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ- সভাপতি গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগ নেতা জিয়াউল হাসান হ্যাপি, রেজাউল ইসলাম, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা আরা মিলি, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, অর্থবিষয়ক সম্পাদক ফিরোজ আলম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সহ-সভাপতি এসএম নেয়ামতুল্লাহ ,শহর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি, উপজেলা আ'লীগের সাবেক সহ-সভাপতি আতিয়ার রহমান সরদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদুল্লাহ খন্দকার, জেলা পরিষদের সদস্য প্রকৌশলী বিপুল ফারাজী, ইকবাল হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, আবু তাহের আবুল সরদার, কামরুল ইসলাম টুটুল আবু সাঈদ সরদার, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলাই প্রমূখ।
No comments:
Post a Comment