যশোরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। রায়হান হোসেন নামে এক যুবককে অভিযুক্ত করে কোতোয়ালি থানার এসআই হারুন অর রশিদ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দাখিল করেন। অভিযুক্ত রায়হান হোসেন সদর উপজেলার রহেলাপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, আসামি রায়হান মাদ্রসায় পড়–য়া ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। গত ৯ আগস্ট বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে রায়হান মেয়েটিকে ধর্ষণ করে। এরপর বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয় রায়হান। পরে তার মা বাড়িতে আসার পরে বিষয়টি জানানো হয়। এরপরে তার মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। পুলিশ রায়হান আটকের পর আদালতে সোপর্দ করে। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা রায়হানের বিরুদ্ধে আদালতে এই চার্জশিট দাখিল করেছেন।
No comments:
Post a Comment