ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর অবমাননা ও তাঁকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দড়াটানা ভৈরব চত্বরে বিশাল সমাবেশের পর শহরে মিছিল বের হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন দলের যশোর জেলা সভাপতি আব্দুল হালিম মিয়া। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মাওলানা সোয়াইব হোসেন। উপস্থিত ছিলেন সহসভাপতি মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরদার, সহসাংগঠনিক সম্পাদক মুফতি আবুজর বিন হাফিজ, দপ্তর সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি কামরুজ্জামান, পৌর সেক্রেটারি সহিদুল গাজী, সদর থানা সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নবী করিম (স.)কে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ করে বিশ্বের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটানো হয়েছে। যা চরম অসভ্যতাকেও হার মানিয়েছে। নেতৃবৃন্দ এ ঘটনায় ফ্রান্সকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
No comments:
Post a Comment