যশোরে মনিহার বাস টার্মিনালে কিশোরী ধর্ষিত - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, October 8, 2020

যশোরে মনিহার বাস টার্মিনালে কিশোরী ধর্ষিত

 


যশোরে বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে মনির নামে একজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৩টার দিকে মনিহার সিনেমা এলাকায় একটি কোল্ড স্টোরেজের পাশে এই ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করে|

ভূক্তভোগী জানান, রাজশাহীতে একটি হাসপাতালে আয়ার কাজ করেন তিনি। সেখান থেকে এমকে পরিবহনের একটি বাসে করে যশোরে আসেন তিনি। বাস থেকে নামার পর মাগুরার বাড়ি যেতে যানবাহন খুঁজছিলেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় গাড়ি না পেয়ে পূর্বপরিচিতি বাস শ্রমিক মনির নামে একজনকে বিষয়টি জানান।

রে, মনির কৌশলে তাকে একটি বাসে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওই নারীর। ঘটনা জানার পর জড়িত অভিযোগে মনিরসহ ৬ বাস শ্রমিককে আটক করে পুলিশ। হাসপাতালে ভর্তি করা হয়েছে ভূক্তভোগী নারীকে।

কোতয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত সেখ তাসমীম আলম জানান, এই ঘটনায় মনিরেক আসামি করে মামলার প্রস্তুতি চলেছ। আটক বাকি ৫ জন এই মামলার সাক্ষি। মামলার পর তাদেরেক ছেড়ে দেয়া হবে।






No comments:

Post a Comment

Post Bottom Ad