যশোর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে এবার সাকিব তালুকদার (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। সে বাগেরহাটের চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের হান্নান তালুকদারের ছেলে। শিশু উন্নয়ন কেন্দ্রের আনসারদের প্লাটুন কমান্ডার (পিসি) অসিত কুমার বিশ্বাস জানান, ১৩ আগস্ট তিন কিশোর খুনের ঘটনায় অভিযুক্ত সাকিব তালুকদার। একটি হত্যা মামলায় সে এখানে বন্দি রয়েছে।শিশু উন্নয়ন কেন্দ্র সূত্র জানায়, ১৬ অক্টোবর রাতের খাবার শেষে সকল বন্দি ঘুমাতে চলে যায়। রাত সাড়ে নয়টার দিকে সাকিব তালুকদার বিছানার চাদর দিয়ে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় অন্য বন্দিদের চিৎকারে কেন্দ্রের কর্মকর্তারা তাকে উদ্ধার করে রাত ১০ টা পাঁচ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন জানান, ওই বন্দি কিশোরের গলায় দাগ পাওয়া গেছে। কেন্দ্রের কর্মকর্তারা জানান, ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে ওই কিশোর। বর্তমান তার অবস্থা আশঙ্কামুক্ত।
অপরদিকে, একইদিন রাত সাড়ে ১১ টায় সাকিব হাসান (১৭) নামে একই কেন্দ্রের আরেক কিশোর বন্দি পেটে ব্যথা নিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। সে খুলনার সোনাডাঙ্গা গ্রামের শাহাজান আলীর ছেলে। তবে, জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন জানান, ফুড পয়জনিং নিয়ে ওই কিশোর হাসপাতালে ভর্তি হয়েছে।
No comments:
Post a Comment