পূর্ব শত্রুতার জেরে যশোর শহরের বেজপাড়া পূজা মন্দিরে স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে এক যুবক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে আটটার দিকে। আহত সনজিৎ কুমার ষষ্টিতলা এলাকার হারু কুমারের ছেলে। স্থানীয়রা তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।আহতের স্ত্রী মরজিনা জানান, স্বামীর সাথে বেজপাড়া পূজামন্ডপে যাওয়ার পর বিহারি কলোনি এলাকার খালেকের ছেলে ডলার তাদের পিছু নেয়। এরমধ্যে হঠাৎ সনজিতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ডলার।
তিনি আরও জানান, দেড় বছর আগে ডলার একটি মেয়েকে নিয়ে ষষ্টিতলা এলাকায় যাওয়ার পর এলাকাবাসীর তোপের মুখে পড়ে। সেসময় সনজিৎ ডলারের বিপক্ষে অবস্থান নেন। সেই শত্রুতার জেরে সনজিৎ ছুরিকাঘাতের শিকার হয়েছেন বলে জানান মরজিনা।
No comments:
Post a Comment