রাসেল হত্যা মামলায় শহিদ মেম্বারসহ নয়জনকে রিমান্ডে আবেদন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, October 24, 2020

রাসেল হত্যা মামলায় শহিদ মেম্বারসহ নয়জনকে রিমান্ডে আবেদন

 


বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ওরফে রাসেল হত্যা মামলায় আটক আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক এক মেম্বারসহ নয়জনকে রিমান্ডে নেওয়ার জন্যে আদালতে আবেদন জানানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাসুম কাজী শনিবার পাঁচদিনের রিমান্ড আবেদন জানিয়েছেন। আসামিরা হলেন, যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে শহিদুজ্জামান শহিদ, একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে খাইরুল ইসলাম, আবু তাহেরের ছেলে সবুজ হোসেন, শাহাদতের ছেলে শামীম, রুহুল আমিনের ছেলে সেলিম মিয়া,পাকদিয়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে মোহাম্মদ আলমগীর, বাঁশবাড়িয়া গ্রামের মোসলেম সরদারের ছেলে রমজান সরদার, মোশারেফের ছেলে আশিক হোসেন ও দুলালের ছেলে আজাদ। এর আগে গত বৃহস্পতিবার আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন। এরপর জামিন আবেদন জানালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৫ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ওরফে রাসেলকে (২৩) কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। তিনি বালিয়া ভেকুটিয়া গ্রামের সালেক মৃধার ছেলে।  

No comments:

Post a Comment

Post Bottom Ad