স্কুল জীবনের বান্ধবির সাথে প্রেম করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন দুলাল খাঁ (৩২) নামের এক ব্যক্তি। এই ব্যাপারে সহপাঠীর স্বামী ডিজিটাল নিরাপত্তা আইনে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার দুলাল খাঁ ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক জবানবন্দি শেষে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। আটক দুলাল খাঁ গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার শংকরপাশা গ্রামের আলেপ খাঁর ছেলে।
মামলায় উল্লেখ করা হয়েছে, বাদী গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বরাশুরা গ্রামের বাসিন্দা। তার স্ত্রী এবং আসামি ভাটিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এক সাথে লেখাপড়া করতো। স্কুল জীবনে তাদের দুইজনের মধ্যে ভাল সম্পর্ক ছিল। দুলাল ও তার স্ত্রীকে পছন্দ করতেন। এরই মধ্যে তাদের বিয়ে হয়ে যায়। তার স্ত্রীর বর্তমানে দুইটি সন্তান এবং যশোর শহরের বসবাস করেন। তবে দুলাল তার স্ত্রীর মোবাইল নম্বর ও ফেসবুক আইডি নিয়ে বিভিন্ন পরিচয়ে নানা সময়ে কথাবার্তা বলেন। পাশাপাশি ফেসবুকেও নানা কথা লিখে তার স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক করার চেষ্টা করেন। বিষয়টি স্ত্রী তাকে গত ২২ আগস্ট দেখানোর পর তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর কার্যালয়ে লিখিতভাবে আবেদন করেন। যাচাই বাছাই শেষে গত বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। দুলাল এই ঘটনার কথা পুলিশের কাছে স্বীকার করেন। এব্যাপারে তার বিরুদ্ধে ওইদিনই কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার দুলাল আদালতে জবানবন্দি দিয়েছেন।
No comments:
Post a Comment