যশোরে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার, অস্ত্র-গুলি, লুন্ঠিত স্বর্ণ, অর্থ উদ্ধার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Tuesday, September 1, 2020

যশোরে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার, অস্ত্র-গুলি, লুন্ঠিত স্বর্ণ, অর্থ উদ্ধার

 


যশোরে মণিরামপুর ও ঝিকরগাছার দু’টি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম মঙ্গলবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানান দুর্ধর্ষ ডাকাতির পর পুলিশ সুপারের নির্দেশে পুলিশের বিশেষ টিম সাঁড়াশি অভিযানে নামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। ফলও পাওয়া যায় আশানুরূপ। সোমবার রাতে যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলি, নগদ টাকা ও লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে বাহার আলী তরফদার (৪০), শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আনছার গাজীর ছেলে শফিকুল ইসলাম ওরফে রেজাউল ওরফে গুড্ডু (৪০), আশাশুনি উপজেলার বুধহাটা শ্বেতপুর গ্রামের মৃত মকছেদ সরদারের ছেলে আব্দুস সালাম সরদার (৫৫) ও যশোরের ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে তহিদুর রহামান ওরফে কালু।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন আরো জানান, গত ২৩ আগস্ট মনিরামপুর উপজেলার পলাশী গ্রামের মনির হোসেনের বাড়িতে এবং ২৮ আগস্ট ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামের রানা বিশ্বাসের বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়। এ ঘটনায় ওই দুই পরিবার ৭ লাখ ৬২ হাজার টাকার মালামাল লুটের অভিযোগে পৃথক দুটি মামলা করেন। মামলা দুটি গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে।

এরপর সোমবার ভোররাতে শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্য বাহার আলী তরফদার, শফিকুল ইসলাম গুড্ডু ও সালাম সরদারকে আটক করে। এরপর তাদের দেয়া তথ্য মতে ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে অপর সদস্য তহিদুর রহমান কালুকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুট্যার গান, এক রাউন্ড গুলি, একটি এয়ারগান, নগদ এক লাখ ৭৯ হাজার টাকা,মটর চালিত ভ্যানগাড়ী, আড়াই ভরি স্বর্ণালংকারসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরাঞ্জম উদ্ধার করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad