অভয়নগরে ভবদহ অঞ্চলের জলাবদ্ধ এলাকার পানিবন্দি মানুষের মাঝে খাবার স্যালাইন বিতরণ অব্যাহত রেখেছে অভয়নগর ব্লাড ব্যাংক। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার সকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের আন্ধা ও বলারাবাদ গ্রামের শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে খাবার সালাইন পৌঁছে দেয় অভয়নগর ব্লাড ব্যাংকের চলিশিয়া ইউনিয়ন ব্লাড ব্যাংক শাখা।
এ সময় উপস্থিত ছিলেন চলিশিয়া ইউনিয়ন ব্লাড ব্যাংকের সদস্য টিপু সুলতান, জিসান খান, মহিবুলøাহ মাহিদ, তনজিন জিম, পার্থ মন্ডল প্রমুখ। খাবার সালাইন বিতরণে সহায়তা করছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
No comments:
Post a Comment