সরকারি বাসভবনে ঢুকে বাবাসহ ইউএনওকে কুপিয়ে জখম - উন্নত চিকিৎসার জন্য আনা হচ্ছে ঢাকায় - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Thursday, September 3, 2020

সরকারি বাসভবনে ঢুকে বাবাসহ ইউএনওকে কুপিয়ে জখম - উন্নত চিকিৎসার জন্য আনা হচ্ছে ঢাকায়



দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম (৩৫) ও তার পিতা অমর আলীকে সরকারি বাস ভবনে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।


বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত  আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় রংপুর ডক্টরস ক্লিনিকের আইসিইউতে নেওয়া হয়। তাকে কিছুক্ষণের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে।


তার পিতাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ছাড়া উপজেলা পরিষদ চত্বর ঘিরে রেখেছে প্রশাসন।  দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।


জানা যায়, রাত আনুমানিক আড়াইটার সময় একদল দুর্বৃত্ত উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের আবাসিক ভবনে ঢুকে নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে । এসময় তার চিৎকারে তার বাবা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দূর্বৃত্তরা তাকেও জখম করে।


পরে অন্যান্য কোয়ার্টারের বাসিন্দারা টের পেয়ে পুলিশকে খবর দেয়। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে  নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথকিম চিকিৎসা দিয়ে তাদেরকে রংপুরে প্রেরণ করা হয়। ওয়াহিদা খানমকে রংপুর ডক্টরস ক্লিনিকের আইসিইউতে ও  তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন, তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি বলেও তিনি জানান।


No comments:

Post a Comment

Post Bottom Ad