পুলিশ লাইন্সে অগ্নিনির্বাপন প্রশিক্ষণ অগ্নি নিরাপত্তা জোরদার করার লক্ষে বাৎসরিক মহড়া অনুষ্ঠিত - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, September 15, 2020

পুলিশ লাইন্সে অগ্নিনির্বাপন প্রশিক্ষণ অগ্নি নিরাপত্তা জোরদার করার লক্ষে বাৎসরিক মহড়া অনুষ্ঠিত

 


যশোর পুলিশ লাইন্সে অগ্নিনির্বাপন প্রশিক্ষণ ও ভবনসমূহে অগ্নি সুরক্ষা ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে বাৎসরিক অগ্নি মহড়া অনুষ্ঠিত।

অদ্য ১৫/০৯/২০২০ খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ব্যবস্থাপনায় যশোর পুলিশ লাইন্সে অগ্নিনির্বাপন প্রশিক্ষণ ও অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়।

উক্ত অগ্নিনির্বাপন প্রশিক্ষণ ও অগ্নি মহড়ায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম।

এসময় পুলিশ সুপার মহোদয় অগ্নিনির্বাপন প্রশিক্ষণ ও অগ্নি মহড়া সরোজমিনে পরিদর্শন করেন।

উল্লেখ্য যে, যশোর জেলা পুলিশের ভবনসমূহে অগ্নি সুরক্ষা ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে বাৎসরিক এই অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়।

উক্ত মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভল ডিফেন্স এর ৩০ (ত্রিশ) সদস্যের অতন্ত চৌকস একটি টিম প্রশিক্ষণ ও মহড়া প্রদান করেন।

জেলা পুলিশ যশোরের একটি টিম উক্ত প্রশিক্ষণ ও মহড়ায় অংশ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালাউদ্দীন শিকদার, অতিঃ পুলিশ সুপার (অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার, অতিঃ পুলিশ সুপার (সদর), যশোর সহ ফায়ার সার্ভিস ও সিভল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলা পুলিশ যশোরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

No comments:

Post a Comment

Post Bottom Ad