যশোর পুলিশ লাইন্সে অগ্নিনির্বাপন প্রশিক্ষণ ও ভবনসমূহে অগ্নি সুরক্ষা ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে বাৎসরিক অগ্নি মহড়া অনুষ্ঠিত।
অদ্য ১৫/০৯/২০২০ খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ব্যবস্থাপনায় যশোর পুলিশ লাইন্সে অগ্নিনির্বাপন প্রশিক্ষণ ও অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়।
উক্ত অগ্নিনির্বাপন প্রশিক্ষণ ও অগ্নি মহড়ায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম।
এসময় পুলিশ সুপার মহোদয় অগ্নিনির্বাপন প্রশিক্ষণ ও অগ্নি মহড়া সরোজমিনে পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, যশোর জেলা পুলিশের ভবনসমূহে অগ্নি সুরক্ষা ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে বাৎসরিক এই অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়।
উক্ত মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভল ডিফেন্স এর ৩০ (ত্রিশ) সদস্যের অতন্ত চৌকস একটি টিম প্রশিক্ষণ ও মহড়া প্রদান করেন।
জেলা পুলিশ যশোরের একটি টিম উক্ত প্রশিক্ষণ ও মহড়ায় অংশ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালাউদ্দীন শিকদার, অতিঃ পুলিশ সুপার (অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার, অতিঃ পুলিশ সুপার (সদর), যশোর সহ ফায়ার সার্ভিস ও সিভল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলা পুলিশ যশোরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
No comments:
Post a Comment