মাদক মামলার আসামি জামিন করা নিয়ে আইনজীবী সহকারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে আদালত চত্বরে এই ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়। এব্যাপারে আইনজীবী সহকারী আব্দুল কাদের জেলা আইনজীবী সমিতিতে অভিযোগ দিয়েছেন। ঘটনার বিবরণে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে জিসান নামে এক ব্যক্তি ১৬০ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ আটক হন। ২৬ সেপ্টেম্বর আটক দুই আসামিকে আদালতে সোপর্দ করা হলে আইনজীবী সহকারী আব্দুল কাদের তাদের দিয়ে ওকালতনামায় স্বাক্ষর করিয়ে নেয়। জিসান ঢাকার গে-ারিয়া এলাকার বাসিন্দা। গতকাল সোমবার জিসানের বাবা মঈনুদ্দিন যশোর আদালতে আসেন। এসময় পূর্ব বিরোধের জেরে অপর আইনজীবী সহকারী মাসুদুর রহমান ও বিপুল আটক আসামিদের স্বজনদের কাছে আব্দুল কাদের সম্পর্কে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথা বলে। এনিয়ে কাদেরের সাথে মাসুদ ও বিপুল বাকবিত-ায় জড়িয়ে পড়ে। এক পর্যায় তারা কাদেরকে মারপিট করে। এই ঘটনায় আদালত চত্বরে আইনজীবী সহকারীরা জড়ো হয়।এব্যাপারে আইনজীবী সহকারী আব্দুল কাদের বলেছেন, দীর্ঘদিন ধরে মাসুদ ও বিপুলের সাথে বিরোধ চলে আসছিল। তারা মাঝে মধ্যে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। এদিন সেই পূর্ব বিরোধের জের ধরে আমাকে মারপিট করেছে। তবে মাসুদ ও বিপুলের সহযোগিতায় রাজিব নামের এক আইনজীবী ছিলেন। তাই এদিন আইনজীবী সমিতিতে মাসুদ, বিপুল ও আইনজীবী রাজিবের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে।
No comments:
Post a Comment