যাত্রী পারাপারে ওয়াটার বাস চালু, বুড়িগঙ্গায় ৮টি খেয়াঘাট বন্ধ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, September 4, 2020

যাত্রী পারাপারে ওয়াটার বাস চালু, বুড়িগঙ্গায় ৮টি খেয়াঘাট বন্ধ



শুক্রবার ওয়াটার বাস চলাচলের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।


বুড়িগঙ্গায় সদরঘাট লঞ্চ টার্মিনাল রেড জোন এলাকার কেরানীগঞ্জ তেলঘাট, আলম মার্কেট, শ্যামবাজার মসজিদ ঘাটসহ আটটি অবৈধ খেয়া ঘাট এলাকায় ডিঙ্গি নৌকা চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ।


শুক্রবার (৪ সেপ্টেম্বর)  ডিঙ্গি নৌকা চলাচল বন্ধ করে ভার্চুয়ালভাবে ওয়াটার বাস চলাচলের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 


যাত্রীদের নিরাপদে বুড়িগঙ্গা নদী পারাপারের জন্য কেরানীগঞ্জের ইস্পাহানি, চরমিরেরবাগ ঘাট ও রাজধানী শ্যামবাজার মসজিদ ঘাট এবং নবাববাড়ি ঘাট এলাকায় চারটি পল্টুন বসিয়ে ওয়াটার বাস চালু করেছে বিআইডব্লিউটিএ। 


গত দেড় বছরে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অবৈধ ২৩টি খেয়াঘাট থেকে প্রতিদিন ৩০০ ডিঙ্গি নৌকা চলাচলের সময় লঞ্চের ধাক্কায় ডুবে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এনিয়ে গণমাধ্যমে বেশ লেখালেখি হলে ২০১৯ সালে সরকার অবৈধ ওই ২৩ খেয়াঘাট বন্ধ করে ওয়াটার বাস চালু কারার নির্দেশ দেয়।


No comments:

Post a Comment

Post Bottom Ad