আওয়ামী লীগ নেতা আবু মুছা মধু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ীসহ শুক্রবার নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২৯ জন, অভায়নগরে দুইজন, কেশবপুরে তিনজন, শার্শায় দুইজন, বাঘারপাড়ায় দুইজন ও চৌগাছায় দুইজন রয়েছেন।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে ১৯৯ জনের ফলাফলের মধ্যে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিগত ১০ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত যশোরে মোট ১৪,০০৪ নমুনা সংগ্রহ করা হয়। ফলাফল পাওয়া গেছে ১৩,১৫৫ জনের। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ৩৪০৮ জন। সুস্থ হয়েছেন ২০৮৫। মৃত্যু হয়েছে ৪০ জনের।
সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া পার্সন ডাক্তার রেহেনেওয়াজ রনি জানান, নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্যে তালিকা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্যারা হলেন,
সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুছা মধু (৫২),
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সোহেল রানা (২৫), আসাদুজ্জামান (২৯), খাইরুল ইসলাম (৪২),
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী ইন্দ্রিকা কাস্ত (৩০),
বেসরকারি একটি হাসপাতালের ডাক্তারের সহকারী (৪৩),
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের জেসমিন নাহার (৪১) ও
কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হারুন অর রশিদ (৪০)।
No comments:
Post a Comment