বৈদ্যুতিক খুঁটি আর ঝুলন্ত তারের ঝামেলা মুক্ত হতে যাচ্ছে যশোর। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্যে মাটির নীচ দিয়ে বৈদ্যুতিক লাইন নেওয়া হবে। ইতিমধ্যে এ কাজের জন্যে কনসালটেন্ট নিয়োগ দিয়ে কর্মযজ্ঞ শুরু হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইনের কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একইসাথে স্মার্ট প্রিপেমেন্ট মিটার ব্যবহারে অতিরিক্ত লোডের সমস্যা নিরসনসহ ভার্চ্যুয়াল টপআপের সুবিধা পাবেন যশোরবাসী।মঙ্গলবার সকাল এগারটায় যশোর কালেক্টরেট সভাকক্ষে স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপনের ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সারাদেশে তিন কোটি স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এরমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আগেই এক কোটি মিটার স্থাপন করা হবে। যশোরে প্রথম পর্যায়ে স্থাপিত হবে ৪৬ হাজার স্মার্ট প্রিপেমেন্ট মিটার। এ সময় তিনি বিদ্যুৎ বিভাগের পরিত্যক্ত সম্পদগুলো ব্যবহারে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির চেয়ারম্যান এবং পরিকল্পনা ও নবায়নযোগ্য জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব রহমত উল্লাহ মো. দস্তগীর এনডিসি।
বিশেষ অতিথির বক্তৃতায় সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব খাতেই উন্নয়ন হচ্ছে। তবে, বিদ্যুৎ খাতের উন্নয়ন অভূতপূর্ব। স্বল্প খরচে মানুষের বিদ্যুৎ প্রাপ্তি যুগান্তকারী ঘটনা। এ সময় তিনি উল্লেখ করেন দেশের অন্যতম বৃহৎ উপজেলা হওয়া সত্ত্বেও মণিরামপুর উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে।
বিশেষ অতিথির বক্তৃতায় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশেরই জন্ম হতো না। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বিদ্যুৎ খাতের অগ্রগতি বিস্ময়কর।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শফিক উদ্দিন। স্মার্ট প্রিপেমেন্ট মিটার বিষয়ক মূল প্রবন্ধ ডিজিটালি উপস্থাপন করেন যশোর স্মার্ট প্রিপেমেন্ট মিটার প্রকল্পের প্রকল্প পরিচালক ও ওজোপাডিকো যশোরের নির্বাহী প্রকৌশলী শহীদুল আলম। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিউজঃ গ্রামের কাগজ
No comments:
Post a Comment