আদালতে জবানবন্দি দিয়েছে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতনের শিকার তিন কিশোর - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Monday, September 7, 2020

আদালতে জবানবন্দি দিয়েছে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতনের শিকার তিন কিশোর


 যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতনের শিকার আহত তিন কিশোর আদালতে জবানবন্দি দিয়েছে। রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হুসাইন ওই তিন কিশোরের জবানবন্দি গ্রহণ করেছেন। জবানবন্দি দেয়া তিন কিশোর হলো, লালমনিরহাটের মোস্তফা কামাল হৃদয়, যশোরের ছোট হৃদয়, আব্দুল্লাহ আল মাহিম।

মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক রোকিবুজ্জামান বলেছেন, গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কর্মকর্তাদের নির্যাতনে ৩ বন্দি কিশোর নিহত ও ১৫ জন আহত হয়। হতাহতের কারণ উদঘাটনের জন্য আহত বন্দি কিশোররা ওইদিন ঘটেছিল সেই বিষয়ে আদালতে জবানবন্দি দিতে রাজি হয়। পরে এই ব্যাপারে তদন্ত কর্মকর্তা অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক অনুমতি প্রদান করেন। তারই অংশ হিসেবে গতকাল রোববার তিনজনের জবানবন্দি গ্রহণ করেছেন আদালত।
সূত্রে আরো জানা গেছে, নির্যাতিত এই ঘটনায় আরো ১২ বন্দি কিশোরদের পর্যায়ক্রমে জবানবন্দি গ্রহণ করা হবে। বাকি থাকা ১২ জন হলো, মারুফ ওরফে ইশান, রাকিব, গোপালগঞ্জের পলাশ, নড়াইলের সাব্বির হোসেন, বগুড়ার সাব্বির প্রামাণিক, ভারতের নাঈম খান ওরফে তামিম ফকির, চুয়াডাঙ্গার পাভেল, নোওয়াখালীর জাবেদ হোসেন, খুলনার আরমান খলিফা, বাগেরহাটের লিমন খান, নাটোরের সাকিব খান ও বগুড়ার রূপক।

No comments:

Post a Comment

Post Bottom Ad