শীর্ষবিন্দু যশোরের পরিচিত একটি মিউজিক ব্যান্ড। অনেকে হয়তো শীর্ষবিন্দু প্রতিষ্ঠার পেছনের ইতিহাস টা অজানা। ২৮-০৪-২০১৭ তারিখ সকলকে কাদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছিলো সৌম্য কুমার শীর্ষ। কোনো একটা কারণ বসত আত্মহত্যা বলা যায়।সে সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলো। সাথে গান বাজনা দুষ্টুমিতে পারদর্শী ছিলো। সবার আদরের ছিলো। রায়হান পরশ যিনি গান নিয়ে ব্যস্ত থাকেন।যশোরে অনেকে হয়তো চেনেন তিনি বলছিলো শীর্ষ র সাথে সে উদিচীতে গিটার শিখতো। শীর্ষ র ইচ্ছা ছিলো একটা ব্যান্ড বানাবে শীর্ষ যেইদিন মারা গেলো তার স্মৃতি রক্ষার্থে সে ও তার সাথে যারা যারা ছিলেন সকলে মিলে চিন্তা করলেন শীর্ষ র স্বপ্ন পূরণের লক্ষ্যে এবং তার স্মৃতি আকড়ে ধরে সকলের সামনে উপস্থাপন করার লক্ষ্যে শীর্ষবিন্দুর প্রতিষ্ঠা।
No comments:
Post a Comment