ফরিদপুরের খোকন রাজাকারের ভাগ্নে নিজেরাও ছিলেন বি এন পি র ক্যাডার। সেখান থেকে আওয়ামীলীগে ফেরেন দুই ভাই বরকত ও রুবেল।
গোয়েন্দা সংস্থা জানিয়েছে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় বরকত-রুবেল গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী।
ফরিদপুরের দুইভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের মামা ও খালু ছিলেন রাজাকার। ১৯৯৪ সালে তারাও ছিলেন বি এন পি তে। ২০১১ সালে যোগ দেন আওয়ামীলীগে। রাতারাতি বরকত বনে যান শহর আওয়ামীলীগ নেতা আর রুবেল প্রেসক্লাবের নেতা।মাত্র ৭ বছরে ২৪৫০ বিঘা জমির মালিক হয়েছেন তারা।
বরকত-রুবেল গড়ে তোলেন হেলমেট ও হাতুড়ি বাহিনী। হেলমেট বাহিনীর দায়িত্ব দেন বহিষ্কৃত ছাত্রলীগ সভাপতি নিশান মাহমুদ শামীম ও হাতুড়ি বাহিনীর দায়িত্ব দেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জীবনকে। বাহিনীর মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বেশি ভাগ টেন্ডার নিজেদের করে নিতেন। অন্যদের কাছ থেকেও নিতেন ২-১৪% কমিশন।
এই সব সম্পদের বিপরীতে ৪৫ টি ব্যাংক ঋন দিয়েছে ১০০ কোটি টাকা।
সিআইডি থেকে আরও জানানো হয়, তারা অল্প সময়ে এত সম্পদের মালিক হয়েছেন ২৮-৩০ জন প্রভাবশালী নেতার ছত্রছায়ায়। তাদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী, এমপি ও পৌর মেয়র।
No comments:
Post a Comment